বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ডা. মিলন হলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাব সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি স্ক্রিনিং মেশিন রাখা আছে।
দেশের চিকিৎসকদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর সময় আমাদের চিকিৎসকরা যেভাবে সফলতা দেখিয়েছেন তা বিশ্বে বিরল। করোনা ভাইরাস চিকিৎসায় দেশের মেডিসিন সোসাইটি আগে থেকেই যেরকম প্রস্তুতি নিয়েছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, তাতে দেশের চিকিৎসকদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস বহুগুণ বেড়েছে। চিকিৎসার সব ক্ষেত্রেই তাদের এ ধারা অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল আজিজ, অধ্যাপক ডা. তারিকুল ইসলাম, অধ্যাপক ডা. রোবেদ আমীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএএম/এফএম