ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধুর ছবি উল্টো করে ধারণ ও প্রকাশ করায় অভিযুক্ত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
বঙ্গবন্ধুর ছবি উল্টো করে ধারণ ও প্রকাশ করায় অভিযুক্ত ৬

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি উল্টো করে মোবাইলে ধারণ ও পত্রিকায় প্রকাশ করার অপরাধে অভিযুক্ত হয়েছেন ছয়জন নার্সিং কর্মকর্তা। 

রোববার (২ ফেব্রুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক আলম আরা বেগম স্বাক্ষরিত আলাদা ছয়টি অভিযোগনামায় অভিযুক্তদের এ বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাদের অধিদফতরে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের উপ-পরিচালক মোসা. শাহানারা খাতুন, সেবা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইসমত আরা পারভিন, ময়মনসিংহ নার্সিং কলেজের নার্সিং ইনস্টাক্টর মো. আবদুল লতিফ, একই প্রতিষ্ঠানের নার্সিং অফিসার মো. রফিকুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজের নার্সিং সুপারভাইজর নাজমা পারভীন এবং একই প্রতিষ্ঠানের স্টাফ নার্স কামাল পাটওযারী।

এ প্রসঙ্গে জানতে চাইলে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আলম আরা বেগম বাংলানিউজকে বলেন, এরা প্রত্যেকেই গত বছরের ২৯ নভেম্বর অধিদফতরে আসেন এবং একটি সভায় মিলিত হন। সভা শেষে অধিদফতরের উপ-পরিচালকের (শিক্ষা) কক্ষে প্রবেশ করে জাতির পিতার বাণী সম্বলিত একটি পোট্রেট উল্টো করে মোবাইলে ধারণ করেন। পরে ২০১৯ সালের ৫ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করেন। যা পরবর্তীকালে তদন্তে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, এ ধরনের কার্যকলাপের মধ্যেমে অধিদফতরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এহেন কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণের আওতাভুক্ত অপরাধ।

এই অপরাধের কী শাস্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের জবাব সন্তোষজনক না হলে বেতন অবনমন, বরখাস্তসহ বিভিন্ন শাস্তি হতে পারে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।