ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মুজিববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ২৫টি ‘মডেল ফার্মেসি’ উদ্বোধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ২৫টি ‘মডেল ফার্মেসি’ উদ্বোধন ২৫টি মডেল ফার্মেসিতে রূপান্তরের অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান ২৫টি ফার্মেসিকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হয়েছে। ফলে ফার্মেসিগুলো মানোন্নয়ন হলো।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহরের ওয়াব ম্যানশনে বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভ পাইলট প্রকল্পের (বিপিএমআই) আওতায় মুজিববর্ষ উপলক্ষে উপজেলার এসব মডেল ফার্মেসির উদ্বোধন করেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ও সংসদ সদস্য (এমপি) ড. মো. আব্দুস শহীদ।

এ সময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, বিএমএর শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলার ২৫টি মডেল ফার্মেসিগুলো হলো- আম্বিয়া'স প্রেসক্রিপশন পয়েন্ট, ইকোনমিক ফার্মেসি, আরোগ্য ঔষধালয়, উদয়ন ফার্মেসি প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।