সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেন্ট সোসাইটি (ক্যাম্পস) আয়োজিত ‘সবার জন্য কিডনি স্বাস্থ্য: প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
গোলটেবিল বৈঠকে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. রফিকুল আলম, স্থপতি মোবাশ্বের হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক সৈয়দ মোস্তফা কামাল প্রমুখ।
বৈঠকের সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির সভাপতি ও আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. এম এ সামাদ।
বক্তারা বলেন, বাংলাদেশের দুই কোটিরও অধিক লোক কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকলের চিকিৎসা ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন, যা অত্যন্ত ব্যয়বহুল। যে কারণে এদেশের শতকরা ১০ শতাংশ লোক এ চিকিৎসা চালিয়ে যেতে পারেন না। অন্যদিকে সুস্থ জীবনধারা চর্চা ও কিডনি রোগের জন্য ঝুঁকিপূর্ণ লোকদের নিয়মিত কিডনি স্ক্রিনিংয়ের মাধ্যমে ৫০ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ডিএন/এএটি