করোনা ঠেকাতে চড়া দামে হ্যান্ডওয়াশ না কিনে, বরং সস্তায় ঘরেই বানিয়ে নিতে পারেন ওই হ্যান্ডওয়াশ।
হ্যান্ডওয়াশ বানাতে যা লাগবে:
হার্ডওয়্যারের দোকানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ কিনতে পাওয়া যায়।
বানানোর পদ্ধতি:
প্রথমে ২/৩ কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে ১/৩ কাপ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল মেশান। একইসঙ্গে পছন্দ অনুসারে একটি এসেনশিয়াল অয়েল মেশান দুই টেবিল চামচ।
ওই উপাদানগুলো ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে হ্যান্ডওয়াশ। পরে ওই মিশ্রণ একটি শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর স্প্রে বোতলে ভরে রাখুন। হাত-পা পরিষ্কারের সময় এই মিশ্রণ ব্যবহার করুন। ফুরিয়ে গেলে একই নিয়মে চট করে বানিয়ে নিন সুগন্ধি হ্যান্ডওয়াশ।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এএটি