ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে করোনা ভাইরাসে আইসোলেশন ওয়ার্ড ও প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
কুড়িগ্রামে করোনা ভাইরাসে আইসোলেশন ওয়ার্ড ও প্রশিক্ষণ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

কুড়িগ্রাম: করোনা ভাইরাস মোকাবেলায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সরকারি নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আগাম করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়।  

একইসঙ্গে নিজেদের সুরক্ষা করে কী ভাবে করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে সেবা দেওয়া যাবে, সে বিষয়ে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল বাংলানিউজকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের প্রতিদিনের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাই এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস মোকাবেলায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।


বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।