মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মাদারীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, সম্প্রতি এক ইতালি প্রবাসী মাদারীপুরে তার বাড়িতে আসেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত ডা. অখিল সরকার বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া ২৫০ শয্যার নতুন ভবনটির ১০০ শয্যা প্রস্তুত রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে নতুন ভবনে রোগী রাখার জন্য আমরা লজিস্টিক সাপোর্ট দিয়ে তা ব্যবহার করবো।
এদিকে, মাদারীপুরে করোনা আক্রান্ত ওই ব্যক্তি যাদের সঙ্গে মিশে ছিলেন এমন ২৯ জনকে চিহ্নিত করে তাদের সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, করোনা নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। তবে হাঁচি-কাঁশির সময় সতর্ক থেকে নিয়ম মেনে চলতে হবে। আর জনসমাগম এড়িয়ে চলতে হবে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনটি