বুধবার (১১ মার্চ) মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসময় আইইডিসিআর-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীরও উপস্থিত ছিলেন।
সাব্রিনা বলেন, বাংলাদেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হওয়া তিনজনের দু’জনের অবস্থা খুবই ভালো। পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পর আবার পরীক্ষা করা হলে যদি নেগেটিভ আসে তাহলে দু’জনকে ছেড়ে দেওয়া হবে।
তিনি বলেন, এছাড়া বিভিন্ন হসপিটালে আটজনকে আইসোলেশন রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
পিএস/এএ