বুধবার (১১ মার্চ) দুপুর থেকে স্বাস্থ্য বিভাগ এই ব্যবস্থা গ্রহণ করে।
এদের একজন বগুড়া সদর উপজেলায় ইতালি ফেরত, অন্যজন সোনাতলা উপজেলায় কুয়েত ফেরত।
সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যে দুইজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের মধ্যে যে ব্যাক্তি সদর উলজেলার তিনি ইতালি থেকে ৭ মার্চ দেশে এসেছেন এবং সোনাতলা উপজেলার ব্যক্তি কুয়েত থেকে কাতার হয়ে দেশে ফিরেছেন ৮ মার্চ।
তিনি আরও জানান, আগামী দুই সপ্তাহ তাদের বাড়ি থেকে বের হওয়া বন্ধ করা হয়েছে। তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি।
বগুড়ার সিভিল সার্জন ডা. গাউসুল আযম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। বিদেশ ফেরত ব্যক্তিরা সুস্থ আছেন। তাদেরকে হোম কোয়ারেন্টিইনে রেখে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
কেইউএ/এজে