ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে ৪১ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
কিশোরগঞ্জে ৪১ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিদেশফেরত ৪১ জনকে ‘হোম কোয়ারেন্টাইন’ এ রাখা হয়েছে। এর মধ্যে ভৈরব উপজেলায় ৩৭ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩ জন ও নিকলী উপজেলায় ১ জন রয়েছেন।এদের মধ্যে ৬ জন নারী রয়েছেন। 

বুধবার (১১ মার্চ) দিনগত রাত পৌনে ৯টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ‘হোম কোয়ারেন্টাইন’ থাকা ইতালি ও জর্ডানসহ বিদেশ ফেরত এই প্রবাসীরা নিজ নিজ বাড়িতে আছেন।

সেখানে তাদের নির্দিষ্ট কক্ষে ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এদের প্রায় সবাই বিদেশ ফেরত হওয়ায় সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন।  

এদিকে, বুধবার (১১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধি ও ক্লিনিকের লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।