ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গৌরনদীতে ৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
গৌরনদীতে ৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ইতালি প্রবাসী ৪ ব্যক্তিকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। তবে তাদের শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ মেলেনি বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় সিভিল সার্জন জানান, কোয়ারেনটাইনে রাখা ওই প্রবাসীরা ২ মার্চ ইতালির মিলান থেকে বিমানযোগে ঢাকায় আসেন। এরপর তারা বরিশালের গৌরনদীতে নিজ বাড়িতে যান।

সেখানে ১০ মার্চের আগ পর্যন্ত তারা অন্য মানুষের সঙ্গে স্বাভাবিকভাবেই মেলামেশা করেন।  

স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা ওই প্রবাসীদের সন্ধান পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমকর্তাকে অবহিত করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১০ মার্চ থেকে ওই ৪ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করেন। উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ও নিরাপত্তার কারণে ৪ জনেরই পরিচয় ও বাড়ির ঠিকানা প্রকাশ করেননি বরিশালের সিভিল সার্জন। কোনোভাবে আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান সিভিল সার্জন মনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।