ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে ১৫ জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
বরিশালে ১৫ জন হোম কোয়ারেন্টাইনে

বরিশাল: বরিশালের বিভাগের তিন জেলায় ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে বরিশালে সাতজন, পটুয়াখালীতে চারজন ও ঝালকাঠিতে চারজন রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাম জানান, পটুয়াখালীর চারজনই চীনা নাগরিক। তারা এদিন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে এলে তাদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়।

 

এছাড়া বরিশালের সাতজনের মধ্যে চারজন গৌরনদী, দু’জন হিজলা ও একজন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর চারজন ইতালিফেরত, হিজলা একজন সৌদিআরব ও অপরজন সিঙ্গাপুর। এছাড়া বাকেরগঞ্জের একজন মালয়েশিয়াফেরত।  

ঝালকাঠির চারজনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন ও সৌদি আরবের দু’জন রয়েছেন।

যদিও বিদেশ থেকে আসা এসব নাগরিকের শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।