শুক্রবার (১৩ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আইইডিসিআর পরিচালক ফ্লোরা বলেন, আইইডিসিআরের হটলাইনে আরও নতুন পাঁচটি মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে চার হাজার ৩২৯টি কল এসেছে। এর মধ্যে করোনা সংক্রান্ত তথ্য জানতে কল এসেছে ৪ হাজার ২১২টি। এতে হটলাইনের মোবাইল নম্বরগুলো ব্যস্ত থাকে। তাই আমরা আইইডিসিআরের হটলাইনে নতুন করে আরও পাঁচটি মোবাইল নম্বর যুক্ত করেছি।
তিনি আরও বলেন, যারা বিদেশ থেকে এসেছেন তাদের করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহ হলে সরাসরি আইইডিসিআরে না এসে হটলাইনে কল করে যোগাযোগ করার অনুরোধ জানান আইইডিসিআর পরিচালক ফ্লোরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও ইউনিসেফের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
পিএস/আরআইএস