ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৩৩৩ নম্বরে কল করে পাওয়া যাবে করোনার তথ্যসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
৩৩৩ নম্বরে কল করে পাওয়া যাবে করোনার তথ্যসেবা সংবাদ সম্মেলনে আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ৩৩৩ নম্বরে কল করে করোনা ভাইরাস সংক্রান্ত সব তথ্যসেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

 

শুক্রবার (১৩ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক ফ্লোরা বলেন, আইইডিসিআরের হটলাইনে আরও নতুন পাঁচটি মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির হটলাইনে করোনা ভাইরাসের তথ্য ও সেবা পেতে এর আগে ১৩টি নম্বর এক সঙ্গে চালু করা হয়েছিল। বর্তমানে আইইডিসিআরের হটলাইনে নতুন পাঁচটি মোবাইল নম্বরসহ মোট ১৯টি মোবাইল নম্বর যুক্ত হয়েছে।
 
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে চার হাজার ৩২৯টি কল এসেছে। এর মধ্যে করোনা সংক্রান্ত তথ্য জানতে কল এসেছে ৪ হাজার ২১২টি। এতে হটলাইনের মোবাইল নম্বরগুলো ব্যস্ত থাকে। তাই আমরা আইইডিসিআরের হটলাইনে নতুন করে আরও পাঁচটি মোবাইল নম্বর যুক্ত করেছি।

তিনি আরও বলেন, যারা বিদেশ থেকে এসেছেন তাদের করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহ হলে সরাসরি আইইডিসিআরে না এসে হটলাইনে কল করে যোগাযোগ করার অনুরোধ জানান আইইডিসিআর পরিচালক ফ্লোরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও ইউনিসেফের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
পিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।