শনিবার (১৪ মার্চ) নতুন করে ৫২ জনকে পর্যবেক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ থেকে আসায় তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ থেকে আসা অনেক ব্যক্তিরা নিজ নিজ এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা তারা অনেকেই মানছেন না। এতে করে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বাংলানিউজকে বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। না হলে এটা ছড়িয়ে যেতে পারে।
তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সদর হাসপাতালে ১৭ বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
আরএ