ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজধানীর হাসপাতালে '৮ ডেঙ্গু রোগী'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
রাজধানীর হাসপাতালে '৮ ডেঙ্গু রোগী'

ঢাকা: রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে এবং ডেঙ্গু সন্দেহে ভর্তি রয়েছেন আটজন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন নতুন দুইজন রোগী।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম বলছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতলে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ২৬২ জন ভর্তি হয়েছেন।

এরমধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২৫৪ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার বাংলানিউজকে বলেন, ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে আটজন রোগী ভর্তি আছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গুর কোনো রোগী ভর্তি নেই।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।