ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে ঠাণ্ডাজনিত নিউমোনিয়ার প্রভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে শিশুসহ শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৪ মার্চ) দুপুর পর্যন্ত নতুন করে আক্রান্ত ২০ শিশু চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আর শুক্রবার (১৩ মার্চ) ভর্তি হয়েছে ৮০ শিশু।

আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়া হচ্ছে দাবি করে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল বাংলানিউজকে জানান, ঠাণ্ডার পর গরম আসায় এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এজন্য রোগীসহ সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া হাসপাতালে যথেষ্ট ওষুধ মজুদ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে হাসপাতালটির ডা. মো. মাহফুজ রায়হান বাংলানিউজকে জানান, গত সপ্তাহ থেকে সব ধরনের রোগী হাসপাতালে বেড়েছে। এদের মধ্যে শিশুদেরই ঠাণ্ডাজনিত নিউমোনিয়ার প্রভাব বেশি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।