ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নওগাঁয় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
নওগাঁয় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

নওগাঁ: নওগাঁয় বিদেশে থেকে আসা ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল।

তিনি জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্য নওগাঁ সদরে ১, রানীনগরে ২, আত্রাইয়ে ১২, মহাদেবপুরে ২, বদলগাছিতে ৩, ধামইরহাটে ১, নিয়ামতপুরে ২ ও সাপাহারে ২১ জন।

তিনি আরও জানান, সব সময় তাদের দেখভাল করা হচ্ছে। গুরুতর কিছু হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।