ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বেগমগঞ্জে ইতালি প্রবাসী একজন আইসোলেশন ইউনিটে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বেগমগঞ্জে ইতালি প্রবাসী একজন আইসোলেশন ইউনিটে 

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত এক প্রবাসীকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ওই ব্যক্তির গ্রামের বাড়িতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে তাকে নিয়ে আসেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, ওই যুবক সম্প্রতি ইতালি থেকে এসেছেন।

তার শ্বাসকস্ট ও কাশি রয়েছে। বর্তমানে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটের কোয়ারন্টাইনে রাখা হয়েছে। ঢাকা থেকে আইইডিসিআরের টিম এসে নমুনা সংগ্রহ করবেন।  

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।