ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত: আইইডিসিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত: আইইডিসিআর

ঢাকা: দেশে নতুন করে আরো দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। 

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সোয়া ১২টায় আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।  

তিনি জানান, দেশে নতুন করে আরো দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আক্রান্ত দুজনই পুরুষ। এর আগে সোমবার (১৬ মার্চ) আক্রান্ত হয়েছে দুই শিশু ও এক নারী।

এ নিয়ে দেশে মোট ১০ জন আক্রান্ত হলো। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে এরইমধ্যে বাড়ি চলে গেছেন।

ডা. ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন দুই রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ইতালি থেকে এসেছেন।  অন্যজন এসেছেন যুক্তরাষ্ট্র থেকে।  দুইজনের একজন আগে থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন।  

পড়ুন>>করোনা ঠেকাতে প্রস্তুত ১৫০ আইসিইউ: মীরজাদী সেব্রিনা

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কল এসেছে ৪ হাজার ২০৫টি। এর মধ্যে করোনা সংক্রান্ত ছিল ৪ হাজার ১৬৪টি। এছাড়া সর্বমোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে ডা. ফ্লোরা বলেন, এর মধ্যে দুইজনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। সব মিলিয়ে হাসপাতালের আইসোলেশনে আছেন ১৬ জন।  

এছাড়া ৪৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
পিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।