এদের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, মেহেরপুর জেনারেল হাসপাতালে দু’জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এদের মধ্যে একজনের ১৪ দিন শেষ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) ডা. রিয়াজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর থেকে আসা সাতজন, মালয়েশিয়া থেকে চারজন, সৌদি আরব, কাতার, পর্তুগাল ও ইটালি ও বাহারাইন থেকে একজন করে প্রবাস ফেরত ব্যক্তিকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। আর এই সব ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের ব্যাপারে নাম-পরিচয়সহ বিস্তারিত কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছেনা।
তবে তাদের কিভাবে চিকিৎসা চলছে বা হাসপাতাল থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানাননি ডা. রিয়াজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমআরএস