ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে বিভাগীয় কমিশনারসহ ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
রংপুরে বিভাগীয় কমিশনারসহ ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে

রংপুর: করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরে বিভাগীয় কমিশনারসহ ৬৮ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

বুধবার (১৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান।

গত চারদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।

যদিও তিনি সুস্থ আছেন, এরপরও আপাতত রংপুর সার্কিট হাউসে রাখা হয়েছে তাকে।

আমিন আহমেদ বলেন, রংপুর জেলায় পাঁচ, গাইবান্ধায় ১৯, নীলফামারীতে ১৬, কুড়িগ্রামে ২১, লালমনিরহাটে তিন এবং দিনাজপুরে তিন জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরা সবাই নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এখানে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতদের সবাই সুস্থ আছেন। তাদের দেহে করোনা ভাইরাস আছে কি-না, তা নিশ্চিত হওয়ার জন্য ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে। আশপাশের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা ভালো আছেন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন সবাই। গুজব ছড়াবেন না।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।