বুধবার (১৮ মার্চ) দুপুর পর্যন্ত উপজেলাগুলোর বিভিন্ন গ্রামে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদের মধ্যে জীবননগরে ৩৫ জন, আলমডাঙ্গায় ১০ জন ও দামুড়হুদা উপজেলায় একজন রয়েছেন।
পর্যবেক্ষণে থাকা ওই প্রবাসীরা ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বাংলানিউজকে জানান, বিদেশ ফেরত ওই ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চলছে। এখনও কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসআরএস