সরকারের প্রতিষ্ঠানটি বলছে, বেশ কয়েকটি শর্তসাপেক্ষে গণস্বাস্থ্য কেন্দ্রকে ওই কিট উৎপাদনের জন্য প্রয়োজনীয় রি-অ্যাজেন্ট (উপকরণ) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় চিঠিতে এ তথ্য জানিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, কিট উৎপাদনের অনুমতি দেওয়ার অধিকার ওষুধ প্রশাসন অধিদপ্তরের নেই।
এছাড়া মাহবুবুর রহমানের দেওয়া ওই চিঠিতে কতগুলো শর্তও উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো: আমাদিন করা উপকরণগুলো ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না মর্মে সার্টিফিকেট দিতে হবে। যে ল্যাবে গবেষণা হবে, সেখানে রেগুলেটরি কর্তৃপক্ষকে পরিদর্শনে অনুমতি দিতে হবে। উপকরণগুলো শুধু প্রোডাক্ট ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করা যাবে।
এছাড়া পদ্ধতিটির কার্যকারিতা প্রমাণের পর স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে দেশের ল্যাব ও ক্লিনিকগুলোতে সরবরাহ করা যাবে।
** করোনা শনাক্তের কিট উৎপাদনের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র
বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
পিএস/টিএ