ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউকে হ্যান্ড স্যানিটাইজার দিল প্রযুক্তি মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
বিএসএমএমইউকে হ্যান্ড স্যানিটাইজার দিল প্রযুক্তি মন্ত্রণালয় হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তরকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) তৈরি হ্যান্ড স্যানিটাইজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সলরের কাছে হস্তান্তর করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

চিকিৎসক ও রোগীদের জন্য মন্ত্রী এই হ্যান্ড স্যানিটাইজার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে দেয়। চিকিৎসক ও রোগীদের মধ্য বিনামূল্যে এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে।

শনিবার (২১ মার্চ) সকালে বিএসএমএমইউর ভাইস চ্যান্সলরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আমাদের চিকিৎসকদের নিরাপত্তাসহ স্বাস্থ্য সুরক্ষায় রোগীদের মধ্যে এগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, স্যার সলিমুল্লাহ হাসপাতালে এ কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও জয়াপুরহাটের হাসপাতালেও এ কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, একজন স্বেচ্ছাসেবক হাসপাতালের প্রবেশ পথে দাঁড়িয়ে সবার হাতে এ স্যানিটাইজার তুলে দেবেন। নিজে ও অন্যকে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন, বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদসহ বিএসএমএমইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।