রোববার (২২ মার্চ) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।
তিনি জানান, গাইবান্ধায় রোববার দুপুর পর্যন্ত বিদেশ ফেরত ১০০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এবিএম আবু হানিফ আরও জানান, কোয়ারেন্টিনের জন্য গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ও জেলা আনসার-ভিডিপি কার্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ৫ শয্যার কোয়ারেন্টিন ও আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
করোনা মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গাইবান্ধায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলা ও সাত উপজেলায় করোনার বিস্তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠিত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র্যাপিড রেসপন্স টিমও গঠিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস