ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: অনলাইনে মিলছে ফ্রি স্বাস্থ্য পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা: অনলাইনে মিলছে ফ্রি স্বাস্থ্য পরামর্শ

ঢাকা: করোনার প্রকোপের মধ্যে দেশের ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির বর্তমান অবস্থা বিবেচনায় অনেক চিকিৎসক বিনামূল্যে ‘অনলাইনে স্বাস্থ্য পরামর্শ’ দিচ্ছেন। আর মোবাইল অ্যাপ্লিকেশন হ্যালো ডাক্তার প্রো'র (HelloDoctor Pro) মাধ্যমে এই সুবিধাটি পাওয়া যাচ্ছে।

হ্যালো ডাক্তার ডট এশিয়ার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফোরকান হোসেন বলেন, এই অ্যাপের মাধ্যমে চিকিৎসকরা শিডিউল অনুযায়ী অনলাইনে রোগীর মেডিক্যাল রিপোর্ট দেখা, ভিডিও কনসালটেসন, চ্যাট কনসালটেসন এবং প্রেসক্রিপশন প্রদান করতে পারেন। এক্ষেত্রে ডাক্তাররা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন।

অন্যদিকে অনলাইনে চিকিৎসা পেতে আগ্রহীরা ‘Hello Doctor Asia’ মোবাইল অ্যাপ্লিকেশন https://bit.ly/2X7NS1O লিঙ্ক থেকে ডাউনলোড করে বাড়িতে বসে ভিডিও কনসালটেসনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।

বর্তমানে ১৫টি স্পেশালিটির প্রায় ১২৫ জন চিকিৎসক এ অ্যাপের মাধ্যমে অনলাইনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।