ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পঞ্চগড়ে আরও ৩৮ জন হোম কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
পঞ্চগড়ে আরও ৩৮ জন হোম কোয়ারেন্টিনে

পঞ্চগড়: পঞ্চগড়ে পাঁচ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনসহ ৬০৩ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। তবে এদের মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৪১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মাদারীপুর থেকে রাব্বী নামে এক যুবক পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় সুজন নামে তার ভায়রার বাড়িতে বেড়াতে আসেন।

পরে গত ২২ মার্চ দিনগত রাতে বুকের ব্যথা নিয়ে রাব্বী নামে ওই যুবক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এলে চিকিৎসকরা তার মধ্যে করোনার উৎসর্গ পাওয়ায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এছাড়া সুজনের বাড়ির নয়জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।  

তবে রাব্বী করোনায় আক্রান্ত কি-না তা এখনো নিশ্চিত করেনি জেলা স্বাস্থ্য বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।