ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে ১৪৮ জন হোম কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
খাগড়াছড়িতে ১৪৮ জন হোম কোয়ারেন্টিনে

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিদেশফেরত ২৫৫ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৪ জনসহ ১৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ৭৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা অবস্থায় বুধবার (২৫ মার্চ) রাতে মারা যাওয়া ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আসায় দুই চিকিৎসক, দুই নার্স ও ১ আয়াকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে।

মৃত রোগীর পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা কোয়ারেন্টিনেই থাকবেন।

করোনা ভাইরাস সতর্কতার দ্বিতীয় ২ দিন চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। তৎপরতা বাড়ানো হয়েছে প্রশাসনের। রাস্তা-ঘাট ফাঁকা। খোলেনি দোকান পাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল। জনসমাগম এড়াতে রয়েছে প্রশাসনের নজরদারি।

ওষুধ ও নিত্য পণ্যের দোকান খোলা থাকলেও মানুষের উপস্থিতি নেই বললেই চলে। মানুষ যেন অপ্রয়োজনে বাইরে বের হতে না পারে সেজন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সড়কে সেনা সদস্যরা টহল দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।