ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

‘আকিজের উদ্যোগ ভালো, জনগণকে সহনশীল হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
‘আকিজের উদ্যোগ ভালো, জনগণকে সহনশীল হতে হবে’

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আকিজ গ্রুপ একটি ভবন তৈরি করে দিতে চায়, এটা খুবই ভালো উদ্যোগ। এতে এলাকার মানুষের সুবিধা হবে। আর এক্ষেত্রে সাধারণ মানুষকেও সহনশীল হওয়া উচিত। 

রোববার (২৯ মার্চ) দুপুরে করোনা সংক্রান্ত এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আকিজ গ্রুপ যে ভবন তৈরি করে দিতে চায় প্রয়োজন হলে আমরা তা ব্যবহার করবো।

না হলে করবো না। কিন্তু এটা তো ভালো উদ্যোগ। প্রয়োজনে আমরা মৃদু আক্রান্তদের রাখবো সেখানে। এক্ষেত্রে জনগণকে সহনশীল হতে হবে।  

দেশজুড়ে করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে মারা যাচ্ছেন। এ বিষয়ে অনেক সময় সংশ্লিষ্টদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না- এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরনের অবহেলা হয়ে থাকলে তা অবশ্যই অপরাধ হয়েছে। যা কোনো মতেই কাম্য নয়।  

রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপ ও গণস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি করোনা হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়। এর মাঝে শনিবার (২৮ মার্চ) হাসপাতালের নির্মাণ কাজ চলাকালে সেখানে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।