ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইতালিফেরত যুবক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
করোনা: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইতালিফেরত যুবক 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ১৫ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ইতালিফেরত এক যুবক। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গায সদর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।  

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত জানান।


 
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১৬ মার্চ সদর হাসপাতালে ভর্তি হয় ইতালিফেরত ওই যুবক। এরপর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে ১৯ মার্চ তার দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে আইইডিসিআর। এরপর থেকে তাকে সদর হাসপাতালে রাখা হয়। সেখানে সঙ্গহীন রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকবার নমুনা সংগ্রহ করে তার শরীরের অবস্থা জানা যায়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি ঘটে। সবশেষ তার নমুনা পরীক্ষা শেষে শরীরে করোনার উপস্থিত পাওয়া যায়নি। তাই তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এখন থেকে তিনি বাড়িতে অবস্থান করতে পারবেন এবং সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে পারবেন বলেও জানান সিভিল সার্জন।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।