ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত সন্দেহে যুবক আইসোলেশনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত সন্দেহে যুবক আইসোলেশনে ফাইল ছবি

লক্ষ্মীপুর: করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবককে লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা করোনা ভাইরাস উপসর্গ রয়েছে সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নিউমোনিয়া নিয়ে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার বাংলানিউজকে বলেন, লক্ষ্মীপুরে কোনো করোনা আক্রান্ত রোগী নেই। তবে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা সন্দেহজনক এক যুবকের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর আগেও চার জনের নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে কারো করোনা পজেটিভ ছিল না।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।