ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে হোম কোয়ারেন্টিন ছাড়লেন আরো ৯৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
সিলেটে হোম কোয়ারেন্টিন ছাড়লেন আরো ৯৫ জন

সিলেট: করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা আরো ৯৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৩৮ জন।

শনিবার (০৪ এপ্রিল) নতুন করে ১৩ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় ৯৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তারমধ্যে সিলেটে ১৭, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ২১ জন।  

তিনি বলেন, ১০ মার্চ থেকে এই পর্যন্ত ২ হাজার ৬৩৮ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে সিলেটে ৭২৬, সুনামগঞ্জে ৫২৪, হবিগঞ্জে ৮০৩ এবং মৌলভীবাজারে ৫৮৫ জন। এছাড়া ২৬ জনকে হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরেছেন।    

তিনি বলেন, ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আসা ১৩ জনের মধ্যে সিলেটের ২, সুনামগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ৪ জন।

এ নিয়ে এখনো হোম কোয়ারেন্টিনে আছেন ৪৯০ জন। এরমধ্যে সিলেটে ২০২, সুনামগঞ্জে ১১২, হবিগঞ্জে ১০১ এবং মৌলভীবাজারে ৭৫ জন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।