ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জে নতুন ৪ প্রবাসী কোয়ারেন্টিনে, ছাড়পত্র পেল ১৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
সিরাজগঞ্জে নতুন ৪ প্রবাসী কোয়ারেন্টিনে, ছাড়পত্র পেল ১৪ জন

সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন করে চারজন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টিন শেষ হওয়ায় ১৪ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, জেলায় নতুন চার জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৫৯৩ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে রাখা হয়।

এদের মধ্যে ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ শেষে করোনা ভাইরাসের কোনো উপসর্গ না থাকায় ছাড়পত্র দেওয়া পেয়েন ৫১৬ জন। বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন ৭৭ জন।  

গত সপ্তাহে করোনা আক্রান্ত সন্দেহে কয়েকজনের নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। রোবরার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।