ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে ১১৩৪ জন হোম কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
ফেনীতে ১১৩৪ জন হোম কোয়ারেন্টিনে

ফেনী: করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ছয়জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। শেষ হয়েছে ২৬ জনের। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১১৩৪ জন। শেষ হয়েছে ৯৮৮ জনের।

অপরদিকে করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তাই তাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আর রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে করোনা সন্দেহে সংগৃহীত নমুনায় আটজনের পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।