ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সামাজিক দূরত্ব বজায় রেখে বসুন্ধরা আদ্-দ্বীন হাসপাতালে সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
সামাজিক দূরত্ব বজায় রেখে বসুন্ধরা আদ্-দ্বীন হাসপাতালে সেবা

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচ্ছন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান সুমন বলেন, করোনা ভাইরাসের এ সঙ্কট মুহূর্তে আমরা হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আউটডোর থেকে প্রতিদিন ২০০ থেকে আড়াইশো রোগী সেবা নিচ্ছেন।

আর যারা সর্দি-কাশি নিয়ে আসছেন, তাদের জন্য হাসপাতাল গেটে সেবার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের ইনডোর সম্মুখে, জরুরি বিভাগে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পরিহিত অবস্থায় চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন।

তিনি জানান, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় সবসময় সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠী, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত গর্ভবতী নারী এবং শিশুরা অগ্রাধিকার পেয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।