ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টেলিমেডিসিন সেবা দিচ্ছেন শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
টেলিমেডিসিন সেবা দিচ্ছেন শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা  .

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টেলিমেডিসিন পদ্ধতিতে শ্রমজীবী মানুষের চিকিৎসা দিচ্ছেন দেশের ১৭টি শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা।

বুধবার (১৫ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সারাদেশে ১৭টি শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা টেলিমেডিসিন পদ্ধতিতে শ্রমজীবী মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন।

চিকিৎসা সুবিধা গ্রহণে শ্রমজীবী মানুষকে সংশ্লিষ্ট এলাকার শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকের সঙ্গে মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, এলাকাভিত্তিক শ্রম কল্যাণ কেন্দ্রের নিদিষ্ট চিকিৎসক টেলিমেডিসিন পদ্ধতিতে শ্রমজীবী মানুষের চিকিৎসা সেবা দিচ্ছে। শ্রম কল্যাণ কেন্দ্র ঢাকার তেজগাঁওয়ে চিকিৎসা দিচ্ছেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা নুরুন নাহার ইসলাম মোবাইল নম্বর ০১৭১৬০৮০২২৭, গাজীপুরের টঙ্গীতে সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফেররেদৗস আরা মোবাইল নম্বর ০১৯২০৭১৫৯৮৪, নারায়ণগঞ্জের চাষাড়ায় সিনিয়র মেডিকেল অফিসার ডা. রিফাত মেহজাবিন মোবাইল নম্বর ০১৭১৬০১১৪৩২, চট্টগ্রামের কালুরঘাটে সিনিয়র মেডিকেল অফিসার ডা. রাজিব কুমার চৌধুরী মোবাইল নম্বর ০১৮৪২৩৮৩১১১, খুলনার খালিশপুরে সিনিয়র মেডিকেল অফিসার ডা. চাঁদ মোহাম্মদ মোবাইল নম্বর ০১৭১৮১১৯৯৪৯, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িতে সিনিয়র মেডিকেল অফিসার ডা. নিবাস চন্দ্র পাল মোবাইল নম্বর ০১৭১১৩২৫৭১৩।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
জিসিজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।