ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুষ্টিয়ায় করোনা শনাক্তে পিসিআর ল্যাবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
কুষ্টিয়ায় করোনা শনাক্তে পিসিআর ল্যাবের উদ্বোধন

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর নমুনা পরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ।

দেশের ১৮তম এই পিসিআর ল্যাব উদ্বোধনের ফলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েক জেলার রোগীরা এখানে এসে নমুনা সংগ্রহ ও করোনা শনাক্তকরণ এবং চিকিৎসা নিতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত করার পলিমার্স চেইন রিএকশান (পিসিআর) ল্যাব উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে সাংবাদিকদের হানিফ বলেন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি করা হচ্ছে। এই কমিটি কর্মহীন মানুষ যাদের ত্রাণ সহায়তা দরকার তাদের তালিকা করে তাদের ত্রাণ সহায়তা দেওয়া শুরু হয়েছে। সারা দেশব্যাপী সমাজের সকল কর্মহীন মানুষের মধ্যে এটা অব্যাহত থাকবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, এখানে পরীক্ষা করা হলেও ফলাফল ঘোষণা হবে আইইডিসিআর থেকে। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে ১০০ আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে কোন আইসিইউ ও ভেন্টিলেটর নেই এখানে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত ও সিভিল সার্জন আনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।