ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে নারীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে নারীর মৃত্যু 

পটুয়াখালী: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই নারী পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, করোনা উপসর্গ থাকায় পটুয়াখালী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তবে কোভিড-১৯ এর পোটকল মেনেই তাকে দাফন করাসহ তার স্বজনদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পটুয়াখালী হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালটিতে ভর্তি হন ওই নারী। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তবে বুধবার (১৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এ পাঠানো হলেও এখনো তার ফলাফল আসেনি। এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।