ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: সংক্রমণের হার বেশি ২১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
করোনা: সংক্রমণের হার বেশি ২১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন। আক্রান্ত শনাক্তদের মধ্যে বয়স বিভাজনের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২১ ভাগ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ ভাগ। আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ ভাগ। অর্থাৎ, সংক্রমণের হার বেশি ২১ থেকে ৫০ বছরের মধ্যে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে নারী-পুরুষের বিভাজন থেকে দেখা যায় শতকরা ৬৮ ভাগ পুরুষ, নারী ৩২ ভাগ।

জায়গার বিশ্লেষণে শতকরা ৪৬ ভাগ ঢাকার। এরপর নারায়ণগঞ্জে ২০ ভাগ এবং তার পরে গাজীপুরেও অনেকে আক্রান্ত হয়েছে। এরপর চট্টগ্রাম ও মুন্সীগঞ্জেও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ৬৮ ভাগ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর ৩২ ভাগ রোগীর হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। যে ৩২ ভাগ রোগী হাসপাতালে রয়েছেন তবে তাদের সবার হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ছিল না।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৫ জনের। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৫। নতুন ২৬৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩৮। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৪৪টি। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৭৭টি।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এম আইএস) বিভাগের পরিচালক ড. মো. হাবিবুর রহমান অনলাইনে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।