ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে নতুন ৯৬৫ জন কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
কিশোরগঞ্জে নতুন ৯৬৫ জন কোয়ারেন্টিনে

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ৫৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে মোট ৯৬৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ও এই সময়ে করোনার ভাইরাসের কোনো লক্ষণ না থাকায় শনিবার ১১ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র।

এনিয়ে জেলায় এ পর্যন্ত ছাড়পত্র পেলেন ১ হাজার ৪৩২ জন।  

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ আক্তান্ত ৯ জন রোগী ও নেগেটিভ একজন ভর্তি রয়েছেন। এছাড়াও ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কোভিড-১৯ পজেটিভ আক্তান্ত ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন ও ময়মনসিংহের এসকে হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন। অন্য কোভিড-১৯ পজেটিভ আক্তান্ত ৩৭ জন রোগী তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালে ও বাড়িতে থাকা রোগীদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো আছে বলেও জানান সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।