ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফিভার ক্লিনিকে ২৪৩৫ জনের নমুনা সংগ্রহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
ফিভার ক্লিনিকে ২৪৩৫ জনের নমুনা সংগ্রহ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেতার ভবনের নিচতলায় ফিভার ক্লিনিকে বুধবার (২২ এপ্রিল) ৩২২ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ নিয়ে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে মোট তিন হাজর ১৪৫ রোগীর।

পাশাপাশি একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে বুধবার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬০ জনের। এ নিয়ে এখানে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৪৩৫টি।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বেতার ভবনের নিচতলায় ফিভার ক্লিনিকে বুধবার ৩২২ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) এখানে আগত রোগীর সংখ্যা ছিল ৩২১ জন।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের সুবিধার্থে ইতোমধ্যে চালু করা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও অব্যাহত রয়েছে।

জানা যায়, গত ২১ মার্চ বিএসএমএমইউ-এর বেতার ভবনের নিচতলায় এই ফিভার ক্লিনিক চালু করা হয়। এরপর একই ভবনের দ্বিতীয় তলায় গত ১ এপ্রিল থেকে করোনা ভাইরাস ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হয়। এছাড়া গত ৫ এপ্রিল থেকে ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।