ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় করোনায় মৃত ব্যক্তির ২ ছেলেও আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
খুলনায় করোনায় মৃত ব্যক্তির ২ ছেলেও আক্রান্ত

খুলনা: খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এক মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার। অবশেষে তার ছোট্ট দুই ছেলেরও করোনা পজিটিভ এসেছে।

বুধবার (২২ এপ্রিল) তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে (১৪) ও তিন বছর বয়সী শিশু সন্তানের নমুনা পরীক্ষার পর জানা যায় তারাও করোনায় আক্রান্ত।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, ওই ইঞ্জিনিয়ারের সংস্পর্শে আসা ছয়জনের নমুনা মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ল্যাবে পাঠানো হয়েছিল।

এরমধ্যে দুইজন, তার ছেলেদের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এছাড়া বাকি চারজনের নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, বুধবার মৃত ব্যক্তির স্ত্রীসহ তিনজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রাতে ফলাফল জানা যেতে পারে।

ডা. আনিসুর বলেন, মঙ্গলবার সকালে রূপসা উপজেলার ওই ব্যক্তি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান করোনার উপসর্গ নিয়ে। পরে কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে, আক্রান্ত ওই দুই শিশু বর্তমানে বাড়িতেই আছে আইসোলেশনে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।