ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মুজিবনগরে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনা পজেটিভ ছিলেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
মুজিবনগরে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনা পজেটিভ ছিলেন

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি (৩০) করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন।  

তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

পরে তার নমুনা সংগ্রহ করে যশোরে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে তার প্রতিবেদন আসে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  

এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তির বসবাসরত বাড়ির আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।