ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুত এএফসি হেলথ ফরটিস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুত এএফসি হেলথ ফরটিস

ঢাকা: প্রাণঘাতী কভিড-১৯ বা করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত প্রচেষ্টাকে আরও জোরদার করতে এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট কুমিল্লা, রোগীদের আইসিইউ সেবা প্রদানে প্রস্তুত। করোনা রোগীদের সেবার জন্য সরকারি নির্দেশ মোতাবেক মোট ৯টি আইসিইউ বেডসহ একটি পুরো ফ্লোর ও একটি লিফটকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। সরকার নির্ধারিত আইসিইউ টিমকে সহায়তা করার জন্য এএফসি ফরটিসের টিমও প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার নির্ধারিত আইসিইউ টিমকে সহায়তা করার জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টেলি-আইসিইউ সেবাদানকারী প্রতিষ্ঠান টেলি-হেলথ এশিয়াকে সহযোগিতা চুক্তির আওতায় প্রস্তুত রাখা হয়েছে।

প্রয়োজনে ভারতীয় এই টেলি-আইসিইউ প্রতিষ্ঠানটি ২৪/৭ কাজ করবে যার সহায়তায় টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমাদের ডাক্তার এবং নার্সরা কভিড-১৯ রোগীদের নিরবচ্ছিন্ন এবং আরও উন্নত সেবা দিতে পারবে। ইতোমধ্যেই হাসপাতালের প্রবেশদ্বারে একটি অটোমেটিকে জীবাণুনাশী গেট স্থাপন করা হয়েছে, যেটিতে প্রবেশ ও বাহির হবার সময় স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এমন ৭০ শতাংশ আইপিএ সল্যুশন স্প্রে করা হচ্ছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসক অফিস এবং পুলিশ সুপারের অফিসের সমন্বিত প্রতিনিধিদল হাসপাতালটির আইসিইউ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।