ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল ছেড়ে পালালো অন্য রোগীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
করোনা রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল ছেড়ে পালালো অন্য রোগীরা

বান্দরবান: সুনসান নিরবতা এখন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ। শুধু একজন করোনা রোগীর কারণে ৫০ বেডের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অন্য রোগীরা পালিয়ে গেছে। এখন হাসপাতালে রোগী শূন্য।

গত ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে লামার মেরাখোলায় করোনা আক্রান্ত রাশেদা বেগমসহ তার স্বামী জামাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। এ খবর জানতে পেরে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা ওই রাতেই নিজ উদ্যোগে স্ব স্ব রোগীদের রাত ২টার মধ্যে হাসপাতাল ছেড়ে বাসায় নিয়ে যায়।

বর্তমানে এক করোনা রোগীসহ তার স্বামী হাসপাতালের আইসোলেশনে রয়েছে।

এছাড়া হাসপাতালে কোনো রোগী না থাকায় হাসপাতালের সুনসান থাকায় ভয়ে কাতর হাসপাতালের কর্তব্যরত নার্সরা।

এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মোহাম্মদুল হক বাংলানিউজকে বলেন, একজন করোনা আক্রান্ত নারীকে আমরা ভর্তি করার পরপরই অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে চলে যায়। তবে আমরা ডাক্তার ও নার্সরা সবাইকে সেবা দিতে প্রস্তুত আছি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।