ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে কোয়ারেন্টিনে আছেন ৬৫১৩ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
দেশে কোয়ারেন্টিনে আছেন ৬৫১৩ জন

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে হোম কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ২২৮ জন। হাসপাতাল ও অন্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এসেছেন ২৩৬৮ জনসহ মোট কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ৪৯৬ জন। আর অদ্যবধি মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ৮ হাজার ২৫৫ জন। ছাড়পত্র নিয়ে নিয়েছেন ১ হাজার ৭৪২ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬ হাজার ৫১৩ জন।

শুক্রবার (২৪ এপ্রিল ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, অদ্যবদি মোট কোয়ারেন্টিনে ছিলেন ১ লাখ ৭১ হাজার ৮৪৬ জন।

পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৮৯ হাজার ১১২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৮২ হাজার ৭৩৪ জন।

দেশে ৬৪ জেলার সব উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬০১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা দেওয়া যাবে ৩০ হাজার ৬৩৫ জনকে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। বর্তমানে আইসোলেশন রয়েছেন ১ হাজার ৯৯ জন। আক্রান্ত ৪ হাজার ৪৮৯ জনের মধ্যে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৪৪৬ জন।

সারা দেশে নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৭১২টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।

আইইডিসিআরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
পিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।