ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থের হিসাব তালিকায় নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
করোনায় বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থের হিসাব তালিকায় নেই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

ঢাকা: দেশে করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্তদের বেশিরভাগই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে সুস্থ হওয়াদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যোগ করা হয় না বলেই বুলেটিনে সুস্থ হওয়ার সংখ্যা কম দেখাচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ মন্তব্য করেন।

তিনি জানান, স্বাস্থ্য বুলেটিনে শুধু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যাই যোগ করা হয়।

তিনি আরও জানান, করোনা ভাইরাস সংক্রমণে যারা আক্রান্ত হন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়ে তারা ১৪ থেকে ১৫ দিন থাকেন। তারপর তাদের উপসর্গ কমতে থাকে। এভাবে প্রায় মাসখানেক সময় লাগে একজন রোগীর সম্পূর্ণ সুস্থ হতে। একজন রোগীকে তখনই সম্পূর্ণ সুস্থ বলা হয়, যখন পর পর দু’টি পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, করোনা শনাক্তদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্য সেবায় নিয়োজিত অর্থাৎ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নকর্মী, গাড়িচালক, ওয়ার্ডবয় ও আয়া। এখন পর্যন্ত একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এছাড়া শুধু চিকিৎসক নয়, বিভিন্ন সেবা সংস্থা যেমন পুলিশের অনেকেও সংক্রমিত হয়েছেন।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দেশে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্য ৫ হাজার ৪১৬ জন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১৪৫ জনের। সুস্থ হয়েছেন ১২২ জন।

করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
পিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।