ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিংঙ্গাইরে চিকিৎসকসহ ৩ করোনা রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
সিংঙ্গাইরে চিকিৎসকসহ ৩ করোনা রোগী শনাক্ত

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সিংঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী মেডিক্যাল অফিসারসহ তিনজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।  

তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসারসহ অন্য দুইজন ওই পরিবারের সদস্য।

আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্তরা জেলা শহরের দাশড়া এলাকার বাসিন্দা।

এনিয়ে মানিকগঞ্জে তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে দুইজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং একজন কর্নেল মালেক সরকারি মেডিক্যাল কলেজের।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।