ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহ বিভাগে ২১ জন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ময়মনসিংহ বিভাগে ২১ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগে আরও ছয় চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি জানান।

তিনি জানান, এদিন ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদের মধ্যে ২১ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলায় ১০ জন, জামালপুর আটজন, ও নেত্রকোনার তিনজন রয়েছে।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহে ১০ জন আক্রান্তদের মধ্যে ছয়জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, তিনজন স্বাস্থ্যকর্মী ও একজন ত্রিশাল উপজেলার।

তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৮ জন ও সুস্থ হয়েছেন তিনজন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।