ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে আরও একজনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৩৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
লক্ষ্মীপুরে আরও একজনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৩৪ ছবি প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আরও ১ জনের করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১২টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কার্যালয় থেকে জানানো হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষায় লক্ষ্মীপুরের একজনের করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ব্যক্তি সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। তবে তিনি কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সে কারণে তাকে কমলনগরের রোগী হিসাবে গণনা করা হবে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩৪ জনের। তাদের মধ্যে রামগঞ্জের ১৬ জন, লক্ষ্মীপুর সদরের ১০ জন, কমলনগরের ৪ জন ও রামগতির ৪ জন রোগী রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।